ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অবিচ্ছেদ্য শরীরে ৬৩ বছর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
অবিচ্ছেদ্য শরীরে ৬৩ বছর

ঢাকা: চলতি বছরের শেষ দিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক অবিচ্ছেদ্য শরীরের জমজ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের অহিও অঙ্গরাজ্যের দোনি ও রোনি গ্যাল্যন। তার আগে শনিবারই নতুন রেকর্ড গড়ে ফেলেছেন অহিওর বিবারক্রিকের এ ভ্রাতাদ্বয়।

৬২ বছর ৮ মাস ও ৭ দিনে পা রেখে উনিশ শতকের প্রসিদ্ধ ইং ও চ্যাং বানকার ভ্রাতাদ্বয়ের দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক হিসেবে বেঁচে থাকার রেকর্ড ছুঁয়েছেন তারা।



খ্যাতনামা সংবাদ মাধ্যম হাফিংটন পোস্টের খবরে বলা হয়, জমজের ভোট ভাই জিম গ্যাল্যন ডেটন ডেইলি নিউজকে জানান, তিনি এ উপলক্ষে একটি পার্টি উৎসবের পরিকল্পনা করছেন।

জিম জানান, দু’জনই ক্যালেন্ডারে দাগ কাটছেন। শনিবারের পর তারা এখন অক্টোবরের অপেক্ষায় দিন গুনছেন, এটা (রেকর্ড দিন বেঁচে থাকা) দোনি ও রোনির জীবনের বড় প্রাপ্তি হবে।

আগামী অক্টোবরে ৬৩ বছরে পা দিলে অবিচ্ছেদ্য শরীরে সবচেয়ে বেশি বেঁচে থাকার ইতালিয়ান জমজের রেকর্ড নিজেদের করে নেবেন মার্কিন ভ্রাতৃদ্বয়। এ স্বীকৃতি দিতে প্রস্তুতিও নিয়ে রেখেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

রোনি ডেটন ডেইলিকে বলেন, আমরা শৈশব থেকে এ স্বপ্ন দেখছি যে আমরাই অবিচ্ছেদ্য শরীরের জমজ হিসেবে সবচেয়ে বেশিদিন বাঁচবো।

পেটের অংশে সংযুক্ত দুই ভাই বিবারক্রিকে ছোটো ভাই জিম ও তার স্ত্রীর সঙ্গে বসবাস করছেন। এই যুগল জমজকে সেবা-যত্ন করে ‍আসছেন।

১৯৯১ সালে ‍অবসর নেওয়ার আগে কার্নিভাল সাইডশো’ ও সার্কাসে পারফর্ম করতেন দোনি ও রোনি ভ্রাতাদ্বয়। এখন  মিশিগানের গ্র্যান্ড ৠাপিডসের ম্যারি ফ্রি বেড রিহ্যাবিলিটেশন হসপিটালের পক্ষ থেকে প্রস্তুতকৃত বিশেষ কুইন-সাইজ বিছানায় বেশিরভাগ সময় কাটাচ্ছেন।

খানিকটা ভারসাম্যপূর্ণ দুই পিঠের এই জমজ সবসময় মুখোমুখি থাকেন এবং চলাফেরা করেন। নিজের পা গুলোও বিছানার দু’পাশে আলাদাভাবে ছড়িয়ে রাখতে পারেন তারা।

গত ক’বছর ধরে দু’জনের ‍শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ভাইয়ের পত্নী ম্যারি গ্যাল্যন এজন্য বিছানার বিশেষ সুবিধাকেই কৃতিত্ব দিচ্ছেন।

মিশিগানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, এই জমজ নিজেরাই উঠতে-বসতে পারেন, মাছ ধরতে যেতে পারেন, যেতে পারেন কোনো হোটেল-রেস্টুরেন্টেও।

বিস্ময়করভাবে এতোদিন এভাবে বেঁচে থাকা এ জমজ তাদের অভিষ্ট আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন কিনা সেটা দেখতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্তই।

 

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।