ঢাকা: যুদ্ধ-বিধ্বস্ত ইরাক থেকে আরো ২০০ ভারতীয় নিরাপদে দেশে ফিরে এসেছেন।
রোববার ভোরে তাদের বহনকারী ইরাক এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান নয়াদিল্লিতে অবতরণ করে।
ইরাকে সুন্নি বিদ্রোহীদের হাতে বন্দি ৪৬ জন নার্স অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে দেশের ফেরার একদিন পরেই এরা ফিরে এলেন। নার্সদের সকালের বাড়ি কেরালা রাজ্যে।
শনিবার সকালে একই বিমানে করে ইরাকে কর্মরত আরো ১৩৭ ভারতীয় ফিরেছিলেন। এই নার্সরা এতদিন তিকরিতে দ্যা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লেভান্ত জঙ্গিদের হাতে বন্দি ছিলেন।
ইরাকে অবরুদ্ধ ভারতীয়দের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি শক্তিশালী টিম কাজ করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দুদিনে আরো অন্তত ছয়শ ভারতীয় নাগরিকের ইরাক থেকে দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪