ঢাকা: চীনের একটি কয়লা খনিতে আটক ১৭ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে জিংজিয়ান প্রদেশের একটি খনিতে গ্যাস বিস্ফোরণের সময় তারা আটকা পড়েন।
পিট কয়লার এ খনিটি জিংজিয়ান প্রদেশের রাজধানী উরুমকি থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। খবর:এপি
চীনে খনি দুর্ঘটনা বিশ্বে সবচেয়ে বেশি। তবে সম্প্রতি খনির নিরাপত্ত বিষয়ে দেশটি কঠোর নীতিমালা প্রণয়ন করায় দুর্ঘটনার সংখ্যা কমে আসছে।
ডাহোয়াংশান হোজিন কোল মাইনিং কোম্পানি লিমিটেড এই খনিটির তত্ত্বাবধান করে। এটি একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থা।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪