ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাসির-উল-মুলক পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
নাসির-উল-মুলক পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি

ঢাকা: নাসির-উল-মুলক পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন।

রোববার রাষ্ট্রপতি মামনুন হোসাইন তাকে শপথ বাক্য পাঠ করার।



সুপ্রিম কোর্টের ওয়েবসাইডে বলা হয়েছে, তিনি ২০১৫ সালের ১৬ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ ছাড়াও মন্ত্রী, সুপ্রিম কোর্ট ও ফেডারেল শরিয়ত কোর্ট এর বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা, অ্যাটর্নি জেনারেল প্রমুখ উপস্থিত ছিলেন। খবর: দ্যা ডন।

পেশওয়ারের সোয়াতের নাসির-উল-মুলক ১৯৭৬ সালে লন্ডনের ইনার টেম্পল থেকে বার-এট-ল সম্পন্ন করেন। পেশওয়ার হাইকোর্টের বিচারপতি হওয়ার আগে তিনি ১৭ বছর একই কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। কর্মজীবনের শুরুতে তিনি কিছুদিন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও কাজ করেন।

২০০৫ সালে তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি নাসির-উল-মুলক প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।