গাজায় হামলা করেছে ইসরায়েল। রোববার ফিলিস্তিনির গাজার ১০টি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, গাজার রকেট হামলার জবাবে এই হামলা চালানো হলো। গাজার রকেট লঞ্চার ও অস্ত্র তৈরির কারখানা ছিল হামলার মূল লক্ষ্য।
তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনি বালক হত্যার জের ধরে গত কয়েকদিন ধরে দুইদেশের মধ্য উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
টিনেজার মোহাম্মদ আবু খোদায়ের সম্প্রতি পূর্ব জেরুজালেম থেকে অপহৃত হন। তারপর বুধবার তার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় খোদায়েরকে জীবন্ত আগুনে পুড়ে মারা হয়।
ফিলিস্তিনিরা দাবি করছে, জাতীয়তার পরিচয়ে তাকে হত্যা করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। ঘটনায় রোববার কয়েকজন ইহুদিকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ইসরায়েলের দাবি তাদের তিন তরুণকে হেবরনে হত্যা করেছে ফিলিস্তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪