কেনিয়ায় হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার সমুদ্রবর্তী অঞ্চল লামুতে গুলিতে নিহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বন্দুকধারীরা লামুর হিন্দি গ্রামের একটি ট্রেড সেন্টারে ও গাম্বার একটি থানায় হামলা চালায়। এর আগেও বন্দুকধারীরা এসব স্থানে হামলা চালায়।
কেনিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী উইলিয়াম রুটো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অনেকে ধারণা করছেন, হামলায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হাত রয়েছে। কারণ সোমালিয়ার পর কেনিয়ায় তারা সবচেয়ে বেশি শক্তিশালী।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪