ঢাকা: অপারেশন করে অপসারণ করা হলো বিশ্বের সবচেয়ে বড় টিউমার। যার ওজন ১১০ কেজি! চীনের একজন মানুষ সেটা শরীরে বহন করতেন।
৩৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ইয়াং। তিনি শরীরের ডান দিকের নিচের অংশে একটি জন্মদাগ নিয়ে জন্মান। নয় বছর বয়সে সেটা ক্রমে বাড়তে থাকে। ১২ বছর বয়সে একবার অপারেশন করা হলেও সেটি আবার বাড়তে থাকে।
এ অবস্থা ১১০ কেজি নিয়েই সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি হন, যা তার শরীরের ওজনের তুলনায় কয়েক গুণ বেশি। তিনি কোনো রকম নড়াচড়া করতে পারতেন না।
নয়জন ডাক্তার ১৬ ঘণ্টা ধরে এটি অপারেশন করেন। এসময় তার শরীরে রক্ত দিতে হয় পাঁচ হাজার মিলি লিটার।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪