ঢাকা: একমাত্র সৃষ্টিকর্তা-ই ধর্ষণ বন্ধ করতে পারেন বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশের সদ্য নিযুক্ত রাজ্যপাল আজিজ কোরেশী।
তিনি বলেছেন, বিশ্বের সব পুলিশকেও যদি ডিউটিতে রাখা যায়, এরপরও ধর্ষণ বন্ধ করা যাবে না।
সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে ধর্ষণ বেড়ে গেছে। নানা ধরনের পদক্ষেপ নিয়েও তা বন্ধ করতে পারছে না সরকার।
ধর্ষণ ঠেকাতে দেশটির বিভিন্ন মন্ত্রী ও এমপিরা বিধানসভায় নানা প্রস্তাব রেখে বক্তব্যও দিচ্ছেন।
এরমধ্যে সোমবার লক্ষৌর রাজভবন ত্যাগ করার আগে আজিজ কোরেশী এ মন্তব্য করেন । মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।
ভারতের সবচেয়ে বড় রাজ্যের সদ্য নিযুক্ত হওয়া বিজেপির জেষ্ঠ্য নেতা ও সাবেক মন্ত্রী রাম নায়েকের স্থলাভিষিক্ত হয়েছেন কোরেশী।
এর আগে গত সপ্তাহে সমাজবাদী পার্টির নেতা মোলায়েম সিং যাদব বলেন, উত্তর প্রদেশে ২১ কোটি লোক বসবাস করেন। ভারতে যত ধর্ষণ হয় এরমধ্যে বেশির ভাগই উত্তর প্রদেশে হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪