ঢাকা: ১৭ জুলাই, ২৩ জুলাই, ২৪ জুলাই। মাত্র আট দিনেই তিন তিনটি উড়োজাহাজ দুর্ঘটনার শোকে স্তব্ধ হতে হলো বিশ্ববাসীকে।
গত মার্চে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৭০ নিখোঁজ হওয়ার পর থেকেই যেন উড়োজাহাজ দুর্ঘটনার আতঙ্কে ভুগছিল বিশ্ব। আর ১৭ জুলাই মালয়েশিয়ান এয়ারলাইন্সেরই উড়োজাহাজ এমএইচ১৭ দুর্ঘটনার মধ্য দিয়ে এ শঙ্কা নিষ্ঠুরভাবে বাস্তবে ফলতে থাকে। মাত্র আট দিনের তিনটি উড়োজাহাজ দুর্ঘটনায় প্রায় পৌনে পাঁচশ’ মানুষকে হারালো বিশ্ব।
প্রথমে ১৭ জুলাই নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী উড়োজাহাজ এমএইচ১৭ ‘ভূপাতিত’ হয় ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে। ২৯৮ আরোহীবাহী উড়োজাহাজটিকে ভূপাতিত করার জন্য ইউক্রেন ও পশ্চিমারা দুষে যাচ্ছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী ও মস্কোকে। তবে এ জন্য উল্টো ইউক্রেনের সরকারি বাহিনীকেই দায়ী করে যাচ্ছে দোনেৎস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী এবং মস্কো।
এ দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা ২৯৮ আরোহীই নিহত হয়। নিহতদের মধ্যে ৮০ জনই ছিল শিশু। নবজাতক ছিল ৩ জন। উড়োজাহাজটিতে কেবল নেদারল্যান্ডসের নাগরিকই ছিলেন ১৯৩ জন।
এই উড়োজাহাজের দুর্ঘটনার শোক কাটিয়ে না উঠতেই সপ্তাহখানেকের মাথায় তাইওয়ানিজ সংবাদ মাধ্যমগুলো খবর দিলো, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। এতে আভ্যন্তরীণ রুটে চলাচলকারী ৫৮ আরোহীবাহী উড়োজাহাজটির ৫১ যাত্রী নিহত ও ৭ জন আহত হয় বলে জানানো হয়।
আর সবশেষে অষ্টম দিনের মাথায় আলজেরিয়ার এয়ার আলজেরি জানালো এএইচ৫০১৭ উড়োজাহাজের ফ্লাইট বিধ্বস্ত হওয়ার কথা।
পশ্চিম মধ্য আফ্রিকার দেশ বুর্কিনাফাসোর রাজধানী ওয়াগাদৌগৌ থেকে উড্ডয়নের ৫০ মিনিট পর বিধ্বস্ত ১১৬ আরোহীবাহী উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হয়ে তা নিশ্চিত করে জানা যায়নি।
তবে রয়টার্স, আল জাজিরাসহ কিছু সংবাদ মাধ্যম বলছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রুট পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এটি মালির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হতে পারে।
ঘন ঘন এ ধরনের উড়োজাহাজ দুর্ঘটনা আকাশপথে ভ্রমণেচ্ছুদের মধ্যে আতঙ্কেরও সৃষ্টি করে চলেছে বলে মনে করছে সংবাদ মাধ্যমগুলো।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪