ঢাকা: ইউক্রেনে ভূপাতিত মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ১৭ এর হতভাগ্য আরোহীদের মৃতদেহ ও দেহাবশেষ ইউক্রেন থেকে নেদারল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে।
প্রায় দুইশ’ মৃতদেহ নিয়ে একটি বিশেষ ট্রেন ইতোমধ্যেই ইউক্রেনের বিদ্রোহী কবলিত এলাকা থেকে সরকার নিয়ন্ত্রিত খারকিভ শহরে পৌঁছেছে। সেখান থেকে বিশেষ বিমানে মৃতদেহগুলো নেদারল্যান্ডে নিয়ে যাওয়া হবে।
৬ দিন আগে ইউক্রেনের বিদ্রোহী অধিকৃত পূর্বাঞ্চলীয় এলাকায় ভূপাতিত হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট এমএইচ১৭। উড়োজাহাজটি নেদারল্যান্ডের অামস্টার্ডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছিলো।
১৭ জুলাই বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ২৯৮ জন আরোহী ছিলো, যাদের বেশিভাগই ডাচ নাগরিক।
নিহত আরোহীদের স্মরণে ডাচ সরকার বুধবারকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। এছাড়া বিধ্বস্ত উড়োজাহাজের ফ্লাইট ডাটা রেকর্ডার মালয়েশীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ডাচ কর্তৃপক্ষ।
এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দাবি করেছেন রুশপন্থি বিদ্রোহীরা উড়োজাহাজটিকে ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করেছে। তবে রাশিয়ার দাবি ইউক্রেনের সরকারি বাহিনী ভূপাতিত করেছে উড়োজাহাজটিকে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪