ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ব্যারেল বোমায় ১৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
ইরাকে ব্যারেল বোমায় ১৯ জনের প্রাণহানি

ঢাকা: ইরাকের ফালুজা নগরীতে হেলিকপ্টার থেকে ফেলা ব্যারেল বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।



সুন্নি বিদ্রোহী কবলিত বাগদাদের পশ্চিমে অবস্থিত এই শহরটির নিয়ন্ত্রণে নেয়ার জন্য কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরাকের সরকারি বাহিনী।

ফালুজা সহ ইরাকের মধ্য-উত্তর ও পশ্চিমাঞ্চলীয় বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে ইসলামিক স্টেটের নেতৃত্বাধীন সুন্নি বিদ্রোহীরা।

ফালুজার অধিবাসীরা জানান, মঙ্গলবার রাতে ফালুজা ও নিকটস্থ গারমা শহরে হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ফেলে ইরাকের সরকারি বাহিনী।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদের একটি পুলিশ চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন ২৩ জন। তাদের ১৩ জন বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয়েছে আরও ৩৫ জন।

শিয়া ইমাম আল খাদিমের মাজারে যাওয়ার পথে বাগদাদের খাজিমিয়া জেলার ওই চেকপোস্টে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।

এর আগে বাগদাদের একটি পুলিশ স্টেশনে মর্টার হামলায় নিহত হন তিন পুলিশ। আহত হয় আরও চারজন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।