ঢাকা: হঠাৎ করে দেখলে মনে হবে কোনো সিনেমার দৃশ্য। কিন্তু আদতে এটি সিনেমার নয়, দৃশ্যটি বাস্তব।
বিস্ময় জাগানো ঘটনাটি এমন- একটি ভিডিও পোস্ট করা হয় জনপ্রিয় ভিডিও সাইট ইউটিউবে। ভিডিওতে দেখা যাচ্ছে, চারটি কিং কোবরা দু-তিন মাসের এক শিশুকে চারদিক ঘিরে পাহারা দিচ্ছে। সাপের সতর্ক পাহারায় শিশুটিও ঘুমাচ্ছে মনের আনন্দে।
এক সময় ঘুমন্ত অবস্থায় একটি কোবরাকে জড়িয়ে ধরে শিশুটি। তাতেও ভয় নেই, যেনো কোনো ব্যাপারই না!
ভিডিওর নীচে মতামত বিভাগে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
বেশকিছু মতামতকারী বিস্ময়ে হতবাক, কখন যে কামড়ে দেয় সাপ!
অন্যরা বলছে, এটা কোনো সাপুড়ের কৌশল। সাপের বিষদাঁত তুলে মুখ বেঁধে দেওয়া হয়েছে যাতে না কামড়াতে পারে।
পাওয়া গেল বিপক্ষ মতামতও। একজন লিখেছেন, কী দারুণ মায়াময়!
এটা নিশ্চিত হওয়া যায়নি ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে। তবে এ ধরনের কোবরা সাধারণত ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায়।
video
‘ফোর কোবরা স্নেকস প্রটেক্টিং স্লিপিং বেবি’ শিরোনামের এ ভিডিওটি ২০১৩ সালের ২৮ অক্টোবর পোস্ট করা হয়। এর পর থেকেই মানুষের মাঝে বেশ সাড়া ফেলে ভিডিওটি।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৪