ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের দুই যুদ্ধবিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
ইউক্রেনের দুই যুদ্ধবিমান ভূপাতিত

ঢাকা: ইউক্রেনের বিবাদমান পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা সরকারি দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে কিয়েভ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বুধবার বিকেলে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



তবে ঠিক কোথায় এ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া, এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাও অস্পষ্ট  থেকে গেছে।

সম্প্রতি মালয়েশিয়ান একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত হওয়ার জের ধরে রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনে উত্তেজনা বিরাজ করছে।

গত ১৭ জুলাই ২৯৮ আরোহীবাহী উড়োজাহাজটি ভূপাতিত হওয়ার ঘটনায় মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কথার যুদ্ধ চলছে।

ইউক্রেন সরকার ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ওই ঘটনার জন্য মস্কোর মদতপুষ্ট দোনেৎস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করলেও রাশিয়ার এজন্য পুরোপুরিই ইউক্রেন সরকারকে দায়ী করছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।