ঢাকা: ভারতের তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় ট্রেনের ধাক্কায় একটি স্কুল বাসে থাকা ১২ শিশুসহ কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
বৃহস্পতিবার সকালে মেদাক জেলার মাসাইপেট গ্রামের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে হায়াদ্রাবাদ থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত কাকাতিয়া স্কুলের ৪০জন শিক্ষার্থীকে বহন করছিল।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ট্রেন আসার সংকেত পাওয়ার পরও চালক ক্রসিংটি পার হতে চেষ্টা করছিলেন। এ ঘটনায় ১২ শিশু ও বাসের চালকসহ ১৩ জনের প্রাণহানি ঘটে। ঘটনাস্থলে শিশুদের স্কুল ব্যাগ ও পানির বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান কর্মকর্তারা।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ছেন। তারা দাবি করছেন, বারবার দাবি জানানো হলেও রেলক্রসিংয়ের নিরাপত্তা জোরদার করা হয়নি।
ইতোমধ্যে এ ঘটনা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪