ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভূপাতিত প্লেনের তথ্য পরীক্ষায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, জুলাই ২৪, ২০১৪
ভূপাতিত প্লেনের তথ্য পরীক্ষায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা

ঢাকা: ‘ভূপাতিত’ মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ১৭’র তথ্য যাচাই-বাছাই করে দেখছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।



ঘটনার প্রায় এক সপ্তাহ পর এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চের কর্মীরা যাচাই-বাছাইয়ের এ কাজ করছেন।

দুর্ঘটন‍াস্থল থেকে কিছু ‘আলামত’ নষ্ট করা হয়েছে বলে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

গত ১৭ জুলাই রাতে ইউক্রেনের রাশিয়া লাগোয়া সীমান্তে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ‘ভূপাতিত’ করা হয়। এতে উড়োজাহাজের ২৯৮ আরোহীর সবাই নিহত হন। নিহতদের মধ্যে ১০ জন ছিলেন ব্রিটিশ নাগরিক।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।