ঢাকা: মুখজোড়া দাড়ির কারণে চলতি বছরের শুরুতেই বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়েছিলেন শিখ তরুণী হারনাম কাউর। এবার ‘প্রজেক্ট ৬০’ নামে সেরা দাড়ির আলোকচিত্র প্রদর্শনীতে দেখা যাবে এই ব্রিটিশ তরুণীর ছবি।
আর বলাই বাহুল্য, ওই প্রদর্শনীতে তিনিই একমাত্র দাড়িওয়ালা নারী।
কার্যত ‘পলিসিস্টিক ওভারি সিনড্রম’ নামে একটি রোগের কারণেই হারনাম কাউরের মুখাবয়বজুড়ে এমন দাড়ির রাজত্ব। আর এই দাড়ি গজানো শুরু হয় ১৬ বছর বয়সে। প্রথমদিকে মানুষের সঙ্গে কথা বলার সময় দু’হাতে মুখ ঢেকে রাখলেও এখন আর কোন জড়তা নেই তার। প্রাথমিক স্কুলে সপ্রতিভাবেই চালিয়ে নিচ্ছেন শিক্ষা সহকারীর চাকরি। দাড়ি প্রদর্শনীতে অংশ নিতে পেরেও তাই খুশি তিনি।
চলতি বছরের শেষ নাগাদ লন্ডনে এই দাড়ি প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪