ঢাকা: দেশের বিভিন্ন সমস্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে নরেন্দ্র মোদীকে বহুদিন আগে চিঠি লিখেছিলেন এক কিশোরী। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সম্প্রতি সে চিঠির লেখকের প্রশংসা করে জবাব দিয়েছেন মোদী।
অবশ্য, মুম্বাইয়ের বরিভালির বাসিন্দা ১৬ বছর বয়সী উচ্চ মাধ্যমিক এ শিক্ষার্থীর জন্য কোনো রাজনীতিককে চিঠি লেখার ঘটনা এটিই প্রথম নয়।
এ বিষয়ে ঐশ্বরিয়া বলেন, উত্তরের আশায় আমি চিঠি লিখিনি। কিন্তু উত্তর পাওয়ায় আমি বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত। তিনি (মোদী) সব সময় আমার আদর্শ। আমি মনে করি তিনি আমাদের দেশের পরিবর্তন আনতে সক্ষম হবেন। আমি দেশের বিভিন্ন সমস্যা নিয়ে তাকে বহুবার চিঠি লিখেছি।
এর আগে, গুজরাটের প্রথম নারী মুখ্যমন্ত্রী আনান্দিবান প্যাটেলকেও অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন কানকি। এর দুই মাসের মাথায় চিঠির জন্য ধন্যবাদ জানিয়ে তাকে উত্তর দেন মুখ্যমন্ত্রীও।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বারাক ওবামাকেও চিঠি লেখেন ঐশ্বরিয়া। এছাড়া, জাপানে সুনামি আঘাত হানার পর দেশটির প্রধানমন্ত্রীকেও সমবেদনা ও সাহস দিয়ে চিঠি লেখেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪