ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুরুষের চেয়ে নারীরা বেশি স্মার্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
পুরুষের চেয়ে নারীরা বেশি স্মার্ট ছবি: সংগৃহীত

ঢাকা: পুরুষের চেয়ে নারীদের বেশি স্মার্ট বললেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এছাড়া পুরুষের চেয়ে নারীরা বেশি বুদ্ধিমান বলেও গর্বের সঙ্গে উচ্চারণ করলেন ফার্স্ট লেডি।



ওয়াশিংটনের কেনেডি সেন্টারে যুক্তরাষ্ট্র ও আফ্রিকা নেতাদের সমন্বয়ে আয়োজিত ‘ওমেন্স ফোরাম’ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার পাশে ছিলেন সাবেক ফার্স্ট লেডি লরা বুশ।

মিশেল ওবামা বলেন, ক্ষমতায় থাকাকালে নারীরা সুযোগের অপব্যবহার করেন না। কারণ তারা পুরষের চেয়ে বুদ্ধিমান।

তিনি বলেন, যখনই আমার সঙ্গে কোনো মেয়ে শিশুর দেখা হয় তখন আমি ভাবি, মেয়েটি জানে এখন তার মধ্যে কী হচ্ছে। ভালো বা খারাপ যা কিছুই হউক, সে মুহূর্তেই তা মানিয়ে নিয়ে জীবন পরিবর্তন করতে পারে।

আমরা স্পটলাইটের জায়গা নষ্ট করতে চাইনা। জীবন অতি ক্ষুদ্র। এখানে পরিবর্তন জরুরি। এসব বিচেনায় নারীরা পুরুষের চেয়ে স্মার্ট, বলেন মিশেল ওবামা।

অবশ্য মিশেল ওবামার ওই বক্তব্যের পর উপস্থিত সবাই অট্টহাসিতে মেতে ওঠেন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।