ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমাদের খাবার আমদানিতে রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
পশ্চিমাদের খাবার আমদানিতে রাশিয়ার নিষেধাজ্ঞা

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের জবাবে পশ্চিমা দেশগুলোর খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় খাদ্য আমদানিতে ‘পূর্ণ নিষেধাজ্ঞা’ জারি করেছে দেশটি।



বৃহস্পতিবার রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

তিনি বলেন, এই নিষেধাজ্ঞার মধ্যে ফল, শাক-সবজি, মাছ, মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্য অর্ন্তভ‍ুক্ত থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় অস্ট্রেলিয়া, নরওয়ে এবং  কানাডাও রয়েছে বলে জানান মেদভেদেভ।

এদিকে এ নিষেধাজ্ঞার ফলে রাশিয়ায় খাবারের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
 
ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় খাবার আমদানিকারক দেশ রাশিয়া। দেশটির আমদানি করা খাবারের ১৬ শতাংশই ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা হয়।
 
ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের অভিযোগে গত সপ্তাহে রাশিয়ার ওপর আরোপিত অবরোধের আওতা বাড়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

এর জবাবে বুধবার পশ্চিমা দেশগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপের পদক্ষেপ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যা বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।