অবরোধের জবাব অবরোধ দিয়েই দিল রাশিয়া। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে অর্থনৈতিক অবরোধ আরোপ করে পাল্টা অবরোধ দিয়ে তার মোক্ষম জবাব দিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ থেকে সব ধরনের খাদ্য আমদানিতে ‘পূর্ণ নিষেধাজ্ঞা’ জারি করেছে দেশটি।
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেন, যেসব খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে ফল, শাকসব্জি, মাংস, মাছ ও দুধ রয়েছে। তবে তালিকায় শিশু খাদ্য নেই।
গত বছর ইইউ রাশিয়ায় ১১ দশমিক ৮ বিলিয়ন ইউরো সমপরিমাণ মূল্যের খাদ্য রফতানি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ৯৭২ মিলিয়ন ইউরোর সমপরিমাণ খাদ্য রফতানি করে। যুক্তরাষ্ট্রের পর রাশিয়াই ইইউ’র দ্বিতীয় বৃহত্তম খাদ্যের বাজার। অবরোধের আওতায় পড়বে অস্ট্রেলিয়া, কানাডা ও নরওয়ের মতো দেশও।
এছাড়া ইউক্রেনিয়ান এয়ারলাইনসকে রাশিয়ার ট্রানজিট ব্যবহার না করারও নিদের্শ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। পরবর্তীতে ইইউ ও যুক্তরাষ্ট্রের এয়ারলাইনসের জন্য একই নিষেধাজ্ঞার কথা ভাবছে দেশটি।
সাইবেরিয়ারে এয়ারস্পেস পরিহার করে ঘুরে আসতে হলে এশিয়ায় আগত জেট গুলোর খরচ আরো বাড়বে বলে বিবিসি জানায়।
পশ্চিমা দীর্ঘদিন ধরে পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের অস্ত্র ও সাহায্য করার জন্য ক্রেমলিনকে দায়ী করে আসছে। এরপর গত মাসে মালয়েশীয় উড়োজাহাজ
এমএইচ১৭ বিধ্বস্তের পর এই বিতর্কে আরো জোড়ালো হয়। এরপরই পশ্চিমারা রাশিয়ার ওপর অর্থনীতি ও ব্যক্তির ওপর অবরোধ আরোপ করে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪