মাঝখানে বিরতি দিয়ে আবারও অভিযান শুরু করেছে নতুন জঙ্গি সংগঠন দ্য ইসলামিক স্টেট (আইএস)। এবার তারা দখলে নিয়েছে ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় শহর কারাকোশ।
নাইনভেগ প্রদেশের অন্তর্গত কারাকোশ থেকে কুর্দিশ বাহিনী প্রত্যাহারের পর রাতভর অভিযানে শহরটি দখলে নেয় আইএস।
এদিকে জাতিসংঘ সিনজার পর্বতে আটকে পড়া ইয়াজিদি ধর্মীয় সম্প্রদায়ের ৫০ হাজার মানুষকে আইএস থেকে মুক্ত করেছে।
ইরাক ও সিরিয়ার কয়েকটি অংশ দখলে নেওয়া আইএস ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪