ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলোর প্রাদুর্ভাবে ‘বিশ্বব্যাপী জরুরি’ অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
ইবোলোর প্রাদুর্ভাবে ‘বিশ্বব্যাপী জরুরি’ অবস্থা

ঢাকা: পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইবোলো ভাইরাস। এর প্রভাব ছড়িয়ে পড়েছে আশপাশের দেশগুলোতে।

এরই পরিপ্রেক্ষিতে ‘বিশ্বব্যাপী জরুরি’ অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ভাইরাসটির ভয়াবহতা থেকে মানুষকে রক্ষায় করণীয় সম্পর্কে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞরা আলোচনায় বসেন। এরপরই এ ঘোষণা আসলো।

এছাড়া পশ্চিম আফ্রিকায় সব ধরনের ভ্রমণ ও বাণিজ্য বন্ধ রাখার জন্যও নির্দেশ দিয়েছে হু।

এর আগে ইবোলো ভাইরাসের প্রার্দুভাবে লাইবেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ইলেন জনসন সারলিফ।

এবোলো ভাইরাস লাইবেরিয়া ছাড়াও গায়ানা, সিয়েরা লিওন এবং নাইজেরিয়ায় ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে এ রোগে দেশগুলোতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।