ঢাকা: সিরিয়ার রাকা প্রদেশের ব্রিগেড ক্যাম্প দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) জঙ্গি বাহিনী দখল করে নিয়েছে।
বৃহস্পতিবার রাতভর লড়াই শেষে রাকা প্রদেশের ব্রিগেড ৯৩ সিরিয়ান আর্মির বেসটি তারা দখল করে নেয়।
শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়।
এ বিষয়ে অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, প্রচণ্ড লড়াইয়ের পর আইএসআইএস ব্রিগেড ৯৩-এর ঘাঁটি দখল করে নেয়।
তিনি জানান, সরকারি সৈন্যরা শুধুমাত্র এই প্রদেশের একটি অংশ তাবকা বিমানবন্দর দখলে রাখতে পেরেছে।
এর আগে আইএসআইএস ব্রিগেড ১৭ দখল করে নেওয়ার পর ব্রিগেড ৯৩ থেকে কিছু সৈন্যকে জুলাই মাসে ফেরত নেওয়া হয়।
রামি আবদেল রহমান বলেন, দুই পক্ষের লড়াইয়ে ৩৬ জন সরকারি সৈন্য নিহত হয়েছেন এবং এ ছাড়া কোনো কোনো মাথা আর দেহ আলাদা করে ফেলে আইএসআইএস জঙ্গিরা।
তিনি জানান, আইএসআইএস জঙ্গিরা হামলা চালানোর আগে তিনটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।
তিনি জানান, বুধবার রাতে হামলার আগে বিগ্রেড ৯৩-র প্রবেশমুখে আইএসআইএস জঙ্গিরা তিনটি আত্মঘাতী হামলা চালায়। এরপর তারা ব্যাপক হামলা শুরু করে।
এ সময় লড়াইয়ে ১৫ আইএসআইএস জঙ্গি নিহত হন।
রামি আবদেল বলেন, আসাদ ফের ব্রিগেড দখলের নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি যদি এটি দখল করতে ব্যর্থ হন, তবে তিনি তার অস্তিত্বকেই হারিয়ে ফেলবেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪