ঢাকা: শুনলে অবিশ্বাস্য গল্পের মতোই ঠেকে। ২০০৪ সালের মহাপ্রলয়ঙ্করী সুনামিতে হারিয়ে যায় ১৪ বছরের একটি মেয়ে।
কিন্তু সবাইকে অবাক করে ইন্দোনেশিয়ান মেয়েটি জীবিত ও সুস্থভাবে ফিরে এসেছে পরিবারে।
মেয়েটির নাম রানুধাতুল জান্নাহ। চার বছর বয়সে সে হারিয়ে যায়। দীর্ঘ ১০ বছরের অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের পর মা জামালিয়াহ’র কোলে ফিরে এলো রানুধাতুল। খবর দ্য টেলিগ্রাফ।
ইন্দোনেশিয়ার আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবর, রানুধাতুলের বাড়ি থেকে ৮০ মাইল দক্ষিণের এক বয়ঃজ্যেষ্ঠ নারী প্রথম তাকে খুঁজে পান। তারপর গত এক দশক তার কাছেই ছিল রানুধাতুল।
রানুধাতুলের মা বলেন, আমি দিনরাত প্রার্থনা করেছি আমার মেয়ে যদি নিরাপদে থাকে তাহলে আমরা যেন খুঁজে পাই।
তিনি আরও জানান, তার মেয়ে কি-না প্রমাণে ডিএনএ পরীক্ষার কোনো পরিকল্পনা নেই। তবে প্রয়োজন হলে তিনি করবেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪