ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০ বছর পর ফিরলো সুনামিতে ‘মৃত’ মেয়ে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
১০ বছর পর ফিরলো সুনামিতে ‘মৃত’ মেয়ে!

ঢাকা: শুনলে অবিশ্বাস্য গল্পের মতোই ঠেকে। ২০০৪ সালের মহাপ্রলয়ঙ্করী সুনামিতে হারিয়ে যায় ১৪ বছরের একটি মেয়ে।

পরিবারসহ সবাই ভেবেছিল সে আর বেঁচে নেই।

কিন্তু সবাইকে অবাক করে ইন্দোনেশিয়ান মেয়েটি জীবিত ও সুস্থভাবে ফিরে এসেছে পরিবারে।

মেয়েটির নাম রানুধাতুল জান্নাহ। চার বছর বয়সে সে হারিয়ে যায়। দীর্ঘ ১০ বছরের অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের পর মা জামালিয়াহ’র কোলে ফিরে এলো রানুধাতুল। খবর দ্য টেলিগ্রাফ।

ইন্দোনেশিয়ার আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবর, রানুধাতুলের বাড়ি থেকে ৮০ মাইল দক্ষিণের এক বয়ঃজ্যেষ্ঠ নারী প্রথম তাকে খুঁজে পান। তারপর গত এক দশক তার কাছেই ছিল রানুধাতুল।


রানুধাতুলের মা বলেন, আমি দিনরাত প্রার্থনা করেছি আমার মেয়ে যদি নিরাপদে থাকে তাহলে আমরা যেন খুঁজে পাই।

তিনি আরও জানান, তার মেয়ে কি-না প্রমাণে ডিএনএ পরীক্ষার কোনো পরিকল্পনা নেই। তবে প্রয়োজন হলে তিনি করবেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।