বাগদাদ: ইরাকে পৃথক হামলার ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নয় জন নিহত হয়েছেন। সোমবার এই হামলার ঘটনাগুলো ঘটেছে।
ব্রিটেনের সরকারি কর্মকর্তারা জানান, ইরাকের উত্তরাঞ্চলের শহর মোসুলে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের বহরে বোমা হামলার ঘটনায় একজন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। ইরাকে নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের মুখপাত্র সোফি ফ্যারেল বার্তাসংস্থা এএফপিকে বলেন, “মোসুলে একটি হামলার ঘটনায় আজ (সোমবার) একজন ব্রিটিশ নিহত হয়েছেন। ” ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এই বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে। নিনেভাহ প্রদেশের রাজধানী মোসুল, যা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর।
পুলিশ জানায়, সোমবার আরেকটি হামলার ঘটনায় সাত জন লোক নিহত হয়েছেন। বাগদাদের ৬০ কিলোমিটার অদূরে বাকুবা শহরে একটি কফি দোকানের সামনে এই হামলার ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, একইদিন আরেক ঘটনায় বাগদাদ থেকে ২৪০ কিলোমিটার দূরে কিরকুক শহরে একজন লোককে তার নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ০৯২০, জুলাই ২০, ২০১০