ঢাকা: মিশরের কট্টর ইসলামপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুড সমর্থিত রাজনৈতিক দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টিকে নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত।
আদালত সূত্রের উদ্ধৃতি দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করে।
তবে, তাৎক্ষণিকভাবে ব্রাদারহুডের পক্ষ থেকে আদালতের এ আদেশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর সরকার গঠন করে ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি। তবে বছরখানেকের মাথায়ই বিরোধীদের আন্দোলনের মুখে গত বছরের ৩ জুলাই ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।
এরপর অনেকটা একতরফা নির্বাচনের মাধ্যমে চলতি বছরের মাঝামাঝি সময়ে সরকার গঠন করে প্রেসিডেন্টের দায়িত্ব নেন মুরসিকে ক্ষমতাচ্যুত করা সেনাপ্রধান আবদেল ফাত্তাহ এল-সিসি।
অভ্যুত্থানের পর মুরসিকে কারান্তরীণের পাশাপাশি ব্রাদারহুডের হাজারো নেতাকর্মীকে সহিংসতায় জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে সেনানিয়ন্ত্রিত বিশেষ আদালত।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪