ঢাকা: ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি পর্বত থেকে অবরুদ্ধ ইয়াজিদি সম্প্রদায়ের ৫ হাজার খ্রিস্টানকে উদ্ধার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।
শনিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কুর্দিস্থান থেকে সিনজার পর্বতমুখী একটি সড়ক খুলে ৫ হাজার খ্রিস্টানকে উদ্ধার করেছে সরকারি নিরাপত্তা বাহিনী।
কুর্দি নিরাপত্তা বাহিনী পেশমার্গাসের মুখপাত্র হালগোর্দ হিকমত বলেন, আমরা পর্বতে অবরুদ্ধ শরণার্থীদের কাছে পৌঁছাতে একটি রাস্তা খুলতে সমর্থ হয়েছি এবং অন্তত ৫ হাজার জনকে উদ্ধার করেছি।
হিকমত জানান, যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণেই তাদের বাহিনী সুন্নি সম্প্রদায়পন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএসআইএস) নিয়ন্ত্রিত পর্বতটিতে রাস্তা বের করে অবরুদ্ধদের উদ্ধার করতে পেরেছে।
সংবাদ মাধ্যমগুলো জানায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদনক্রমে শুক্রবার থেকে ইরাকের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মসূলের ৮৮ কিলোমিটার পূর্বের শহর ইরবিল নিয়ন্ত্রণে আইএসআইএসের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।
এরপর ওই এলাকা লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলাও অব্যাহত রাখা হয় বলে জানানো হয়।
এছাড়া, উত্তরাঞ্চলীয় খ্রিস্টান অধ্যুষিত সিনজারে হামলা চালানোর খবর ছড়িয়ে পড়লেও তা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী
আইএসআইএস নামে পরিচিত ইরাকের সুন্নি সম্প্রদায়পন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নিয়েছে।
গত জুনে ইরাকের অন্যতম বৃহৎ শহর মসুলসহ বেশ কিছু অঞ্চল দখলে নেয় আইএসআইএস। চলতি সপ্তাহের শুরুতে খ্রিস্টান অধ্যুষিত শহর কারোকোশও দখলে নেয় সুন্নি বিচ্ছিন্নতাবাদীরা। এ ভয়ে শহর ছেড়ে পালায় এক চতুর্থাংশ খ্রিস্টান।
মূলত খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে আইএসআইএসের তৎপরতার চোখে পড়ার পরই টনক নড়ে ওবামা প্রশাসনের।
বৃহস্পতিবারই ইরাকে সৃষ্ট মানবিক বিপর্যয় উত্তরণে পেন্টাগনকে বিমান হামলার অনুমোদন দিয়ে তিনি ঘোষণা দেন, আইএসআইএস যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা ইরাকে সংখ্যালঘুদের হত্যা করতে থাকে তবেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চলবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪