ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুল সম্মেলন নিয়ে কিছু তথ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১০
কাবুল সম্মেলন নিয়ে কিছু তথ্য

কাবুল: আফগানিস্তান মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। দেশটির ভবিষ্যৎ উন্নয়নের পথ তৈরি ও গত নয় বছরের অর্জন নিয়ে আলোচনাই এই সম্মেলনের লক্ষ্য।



সম্মেলনের নিয়ে কিছু তথ্য এখানো উল্লেখ করা হলো:

  • মঙ্গলবার গ্রিনিচ সময় ০৪৩০টায় এক দিনের সম্মেলনটি শুরু হবে।
  • প্রায় ৭০ জন আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত থাকবেন। এদের মধ্যে হিলারি কিনটনসহ ৪০ জন মন্ত্রী রয়েছেন।
  • আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সম্মেলনে সভাপতিত্ব করবেন।
  • শুরুতে কারজাই আফগানিস্তানের উন্নয়ন ও তালেবান বাহিনীর সঙ্গে শান্তি আলোচনা নিয়ে বক্তব্য রাখবেন।
  • দেশটির কর্মকর্তারাও সরকার ব্যবস্থা, অর্থনীতি ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।
  • বিদেশী প্রতিনিধিরা আশা করছেন, আগামী দুই বছরের মধ্যে দাতাগোষ্ঠীর দেওয়া তহবিল নিয়ন্ত্রণের ৫০ ভাগ দায়িত্ব আফগানিস্তানকে দেওয়া হয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্র ও অন্য আন্তর্জাতিক অংশীদাররা এ বিষয়ে সম্মত হবেন।
  • আফগানিস্তানে সশস্ত্র কমিউনিটি পুলিশ গড়ার আহ্বান করা হবে দাতাগোষ্ঠীর কাছে। যেসব অঞ্চলে আফগান বা বিদেশী সেনারা নেই সেখানে তারা কাজ করবে।
  • বান কি মুন ও হিলারি কিনটনের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করবেন কারজাই।

সম্মেলন স্থানে যাওয়ার সব পথ ও বিমানবন্দর করে দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৯৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।