ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, আগস্ট ১০, ২০১৪
ইরানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪০

ঢাকা: ইরানে একটি যাত্রীবাহী ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ৪০ যাত্রী নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।



রোববার ভোরে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাধ বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

এদিকে, ইরানের এক নাগরিক টুইটারে জানান, উড়োজাহাজে মোট ৫০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৪০ জনই নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম জানায়, উড়োজাহাজটি তাবাস শহরের উদ্দেশে যাত্রার আগ মহূর্তে বিধ্বস্ত হয়।

অপরদিকে, বার্তাসংস্থা ইরনা জানায়, তাবান এয়ার ফ্লাইটটি (ফ্লাইট- ইরান-১৪১) অভ্যন্তরীণ রুটে চলাচল করতো। এটি লোকালয়ে বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা এপি জানান, নিহতদের মধ্যে সাতজন শিশুও ছিল।

তবে এতে কতজন যাত্রী ছিলেন ও কীভাবে এটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের উড়োজাহাজগুলো পুরনো এবং এর পরিচর্যার মান খুবই দুর্বল।

বিগত ২৫ বছরে ইরানের ২০০টিরও বেশি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।