ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবোলোর লক্ষণ নিয়ে ভারতের হাসপাতালে রোগী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
এবোলোর লক্ষণ নিয়ে ভারতের হাসপাতালে রোগী

ঢাকা: মরণঘাতী এবোলো ভাইরাসের লক্ষণ নিয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এক রোগী।

শনিবার সকালে একটি ফ্লাইটে গিনি থেকে দেশে ফেরার পর দুপুরেই চেন্নাইয়ের রাজিব গান্ধী সরকারি জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।



চেন্নাইয়ের থিনি জেলার বাসিন্দা এ রোগীর বয়স ২৫।

গিনি এবোলো ভাইরাস আক্রান্ত দেশগুলোর অন্যতম। ইতোমধ্যে এবোলো ভাইরাস নিয়ে সারা বিশ্বে সতর্কতা জারি করছে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

চেন্নাইয়ের রাজিব গান্ধী সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে রোগীর রক্ত পুনের ন্যাশানাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে পাঠানো হয়েছে। রক্ত পরীক্ষার প্রতিবেদন আসতে দুদিন লাগবে।

রোগীকে হাসপাতালের একটি আদালা ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। সকলকেই মাক্স ব্যবহারসহ সব ধরনের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।