ঢাকা: আফগানিস্তানের কাবুলে ন্যাটোর সেনাবাহী গাড়ির কনভয় লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ৪ বেসামরিক আফগান।
এছাড়া আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
হামলার ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সেদিকি ট্যুইটারে জানান, রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ন্যাটোর সেনাবাহী গাড়ির কনভয়ে বোমা বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। তবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ন্যাটো।
আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া দেশটির তালেবান যোদ্ধারা এ হামলার দায় স্বীকার করেছে।
বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রাক্কালে দেশটির বিভিন্ন সরকারি ও সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে তালেবান যোদ্ধারা।
তাদের উদ্দেশ্য আফগানিস্তানের বর্তমান পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেদের শাসন কায়েম করা।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪