ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতরত্ন পেতে পারেন বাজপেয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
ভারতরত্ন পেতে পারেন বাজপেয়ী

ঢাকা: ‘ভারতরত্ন’ পদকে ভূষিত হতে পারেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।



সূত্র দাবি করেছে, শিগগির বিজেপির নেতৃত্বাধীন সরকার দলটির সাবেক এ জনপ্রিয় নেতাকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দিতে পারে।

সূত্র আরও জানায়, বিজেপির বহুদিনের ইচ্ছা, এ জ্যেষ্ঠ নেতাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হোক।

বাজপেয়ীর নেতৃত্বেই ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল মেয়াদে প্রথম ক্ষমতায় এসেছিল বিজেপি।

সূত্র মতে, বাজপেয়ী ছাড়াও এ সম্মাননার জন্য বিবেচিত হচ্ছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের লড়াকু সৈনিক মদন মোহন মালবিয়া, নেতাজী সুভাষ চন্দ্র বসু, দলিত নেতা ও বহুজন সমাজ পার্টি’র প্রতিষ্ঠাতা কাঁশী রাম এবং কিংবদন্তী হকি খেলোয়াড় ধ্যান চাঁদ।
 
সূত্রটি নিশ্চিত করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে পাঁচটি ভারতরত্ন পদক প্রস্তুত রাখতে বলে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।