ঢাকা: ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবন্ধে মিসরের দেওয়া ৭২ ঘণ্টার নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়ে নিয়েছে ফিলিস্তিন।
রোববার ফিলিস্তিনের এক মধ্যস্থতাকারী মিসরের এ প্রস্তাব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
মধ্যস্থতাকারী বলেন, আমরা এখানে একটি চুক্তির জন্য এসেছি। আলোচনা না করে আমরা কোনো চুক্তি করতে পারি না। নিয়মানুযায়ী আলোচনা আবার শুরু করতে মিসরের ৭২ ঘণ্টা যুদ্ধবিরতির প্রস্তাবটি আমরা গ্রহণ করেছি।
এর আগে সপ্তাহের শেষদিকে ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যায়। দক্ষিণ ইসরায়েলে রকেট হামলা হওয়ার পর ইসরায়েল এ পদক্ষেপ নেয়।
রোববারের এ সিদ্ধান্ত ইসরায়েলকে আবার যুদ্ধবিরতি আলোচনায় ফিরিয়ে আনার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪