ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলছে ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি, শান্ত হামাস-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
চলছে ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি, শান্ত হামাস-ইসরায়েল

ঢাকা: নতুন করে ৭২ ঘণ্টা যুদ্ধবিরতিতে রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজার আঞ্চলিক রাজনৈতিক সংগঠন হামাস।

মিশরের মধ্যস্থতায় রোববার রাত ৯টা থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতি চলাকালে এখন পর্যন্ত কোনো পক্ষের চুক্তি লঙ্ঘনের খবর পাওয়া যায়নি।



এই যুদ্ধবিরতি চলতে থাকলে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে কায়রোয় আলোচক পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল।

অবশ্য যুদ্ধবিরতি শুরুর আগে দাবি করা হয়, গাজা থেকে তেলআবিব লক্ষ্য করে কয়েকটি রকেট ছোঁড়া হয়, তবে তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার বিকেল পর্যন্ত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। ওই হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক লোকের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ইসরায়েলকে শান্তি আলোচনায় ফেরাতে মিশরের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলে তা রোববার সন্ধ্যায় গ্রহণের কথা জানায় হামাস।

গাজার এক কর্মকর্তা বলেন, আমরা এখানে একটি চুক্তির জন্য এসেছি। আলোচনা না করে আমরা কোনো চুক্তি করতে পারি না। নিয়মানুযায়ী আলোচনা আবার শুরু করতে মিসরের ৭২ ঘণ্টা যুদ্ধবিরতির প্রস্তাবটি আমরা গ্রহণ করেছি।

এর আগে, হামাস দক্ষিণ ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে অভিযোগ করে গত সপ্তাহের শেষদিকে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে চলমান আলোচনা থেকে সরে যায় ইসরায়েল।
 
রোববার হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত ইসরায়েলকে আবারও যুদ্ধবিরতি আলোচনায় ফিরিয়ে আনার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

** ৭২ ঘণ্টা যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মত ফিলিস্তিন


বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।