ঢাকা: ক্যারিবিয়ান সাগরের দেশ হাইতির একটি কারাগারে হামলা চালিয়ে শ’খানেক বন্দিকে ছিনতাই করে নিয়ে গেছে সশস্ত্র একটি দল।
স্থানীয় সময় রোববার সকালে রাজধানী পোর্ট অব প্রিন্সের কাছে ক্রোক্স দ্য বোকেটস নামে কারাগারটিতে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় পোর্ট অব প্রিন্সজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, আমরা অনেক গুলি নিক্ষেপের শব্দ শুনে বাসার বাইরে এসে দেখি লোকজন যার যার মতো ছুটে চলছে।
স্থানীয় একজন পার্লামেন্টারিয়ান সাংবাদিকদের জানান, কোনো সংঘর্ষের ঘটনা না ঘটলেও প্রায় শ’খানেক বন্দি পালিয়ে গেছে।
দেশটির প্রধানমন্ত্রী লরেন্ট ল্যামোদে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪