ঢাকা: সংসদে ধারাবাহিক অনুপস্থিত থাকায় সম্প্রতি কড়া সমালোচনার মুখোমুখি হতে হয় লিটল মাস্টার শচীনকে। সমালোচনা থেকে বাদ যাননি রেখাও।
এমন পরিস্থিতিতে সংসদে অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছেন শচীন। এজন্য যুক্তিও উপস্থাপন করেছেন তিনি। শচীন বলেন, ভাই অজিত টেন্ডুলকারের বাইপাস সার্জারি হওয়ায় তার সঙ্গে মুম্বাইয়ের বাইরে থাকতে হয়েছে। সেজন্য সংসদে উপস্থিত হতে পারিনি।
আই ডোন্ট ডিসরেস্পেক্ট অ্যানি ইনস্টিটিউশন, বলেন শচীন।
এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) সদস্য পি রাজীব রাজ্যসভার অধিবেশনে বলেছেন, তারা (শচীন-রেখা) যদি ৬০ দিন সংসদে অনুপস্থিত থাকেন, তবে তাদের সংসদ সদস্য পদ বাতিল করা হতে পারে।
তিনি বলেন, গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বিশ্বসেরা ক্রিকেটার শচীন সংসদে উপস্থিত হয়েছেন মাত্র তিনদিন। কিংবদন্তি অভিনেত্রী রেখা এসেছেন মাত্র সাতদিন।
যদিও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বলেছেন, শচীন এখন পর্যন্ত অধিবেশনে ৪০ দিন অনুপস্থিত থেকেছেন এবং রেখা তার চেয়েও কম অনুপস্থিত থেকেছেন, এক্ষেত্রে ‘সংসদীয় আইনের কোনো লঙ্ঘন ঘটেনি’। কোনো সংসদ সদস্য লাগাতার ৬০ দিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে।
২০১২ সালের জুনে শপথ নেওয়ার সময় অবশ্য ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে নিজের সর্বোচ্চটি উজাড় করে দেবেন বলে জানান শচীন।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪