ঢাকা: সুন্নি সম্প্রদায়পন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিরোধে ইরাকে সৈন্য পাঠানোর প্রস্তুতি অস্ট্রেলিয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ যুক্তরাজ্যের জেষ্ঠ্য কয়েকজন মন্ত্রী ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
টনি অ্যাবোট বলেন, ইরাকের ‘সম্ভাব্য গণহত্যা’ ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আমিও একমত। ইরাকের এ অবস্থায় কেউ চুপ করে থাকতে পারে না।
ইরাকিদের কীভাবে সাহায্য করা যায় সে বিষয়ে নিরাপত্তা উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলেও জানান অসি প্রধানমন্ত্রী।
পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মূলত যুদ্ধবিধ্বস্ত ইরাকের সিনজার পর্বত এলাকা ও উত্তরাঞ্চলের শহরগুলোর বেসামরিক নাগরিকদের নিয়ে বেশি চিন্তিত।
ইরাকের অসহায় মানুষদের কথা চিন্তা করে এ অভিযানকারী দল পাঠানো হচ্ছে জানিয়ে টনি অ্যাবোট বলেন, সন্ত্রাসীরা নিরীহ নারী ও শিশুদের সঙ্গে খুবই ভয়ঙ্কর আচরণ করে। মূলত তাদের নিরাপত্তা রক্ষায় এসব সৈন্য পাঠানো হচ্ছে।
এর আগে, সাধারণ ইরাকীদের ‘মানবিক সহায়তা’ দিতে দুই দফায় ইরাকে সৈন্য পাঠায় যুক্তরাষ্ট্র।
** ইরাকে আরও ‘সামরিক উপদেষ্টা’ পাঠালো যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪