ঢাকা: ইউরোপের সর্বোচ্চ পর্বত ফ্রান্সের ‘মন্ট ব্লঙ্ক’ থেকে পাঁচ আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফ্রান্সের সংশ্লিষ্ট বিভাগের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, মঙ্গলবার বিকেল থেকে খারাপ আবহাওয়ার কারণে দেশের পূর্বাঞ্চলের পর্বতটিতে এক গাইডসহ এই ছয় আরোহী নিখোঁজ ছিলেন।
পরে মন্ট ব্লঙ্কের ৩ হাজার ৯শ’ মিটার (১২ হাজার ৮০০ ফুট) উঁচুতে অ্যাইগুলে ডি’আর্জেন্টিয়েরে পয়েন্টে একটি উদ্ধারকারী দল পাঠানো হলে তারা আরোহীদের খোঁজে অনুসন্ধান চালিয়ে তাদের লাশ চিহ্নিত করেন।
ওই আরোহীদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।
গত কয়েক সপ্তাহ ধরে মন্ট ব্লঙ্কে বেশ কিছু আরোহীর প্রাণহানির ঘটনা ঘটছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪