ঢাকা: সুন্নি বিদ্রোহীদের (আইএস) বিরুদ্ধে লড়তে ইরাকের কুর্দিদের অস্ত্র সরবরাহ করবে ফ্রান্স।
বুধবার ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওঁলাদ এ কথা জানিয়েছেন।
আর এমনই সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
জানা যায়, মূলত ইরাকে কুর্দিদের ইচ্ছার পরিপ্রেক্ষতেই এ অস্ত্র সরবরাহে সম্মত হয়েছে ফ্রান্স। এর আগে কুর্দিদের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র।
মূলত কুর্দিস্তানের আঞ্চলিক প্রশাসনের এক আবেদনের প্রেক্ষিতে সেখানে অস্ত্র দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে ফ্রান্সের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪