ইরাকে সর্বোচ্চ জরুরি পরিস্থিতি(হায়েস্ট লেভেল অব ইমার্জেন্সি) ঘোষণা করেছে জাতিসংঘ। সুন্নিপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর (আইএস) হাতে বন্দি শত শত ইয়াজিদি সম্প্রদায়ের মানবিক পরিস্থিতি বিবেচনায় এই জরুরি পরিস্থিতি ঘোষণা করে জাতিসংঘ।
আইএস জঙ্গিদের হামলায় ভয়ে গত কয়েকদিনে ইরাকের উত্তরাঞ্চলে ডোহুক শহরে দেড় লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। তাদের অবস্থা এখন সঙ্কটাপন্ন। জঙ্গিরা অন্যান্য শহরেরও অভিযানের চেষ্টা চালাচ্ছে।
জাতিসংঘের দাবি, আইএস’র কারণে ১২ লাখের মতো ইরাকি ঘরছাড়া হয়েছে। ইরাক ছাড়াও সিরিয়া, দক্ষিণ সুদান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এর আগে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিল জাতিসংঘ।
ইরাকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি নিকোলয় ম্লাদেনোভ বলেন, ৩ মাত্রার জরুরি অবস্থা ইরাকে আটকে পড়া ইয়াজিদি ও খ্রিস্ট্রান সম্প্রদায়ের জনগনের কাছে সহায়তা পৌছানোর কাজকে আরো গতিশীল করবে।
এদিকে যুক্তরাষ্ট্র প্লেন থেকে সিনজার পর্বতে আটকে পড়া মানুষের কাছে খাবার ও পানি দিচ্ছে। যুক্তরাষ্ট্র এই সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে বোমা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ফ্রান্স কুর্দিদের জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র কুর্দিদের সাহায্য করছে। যুক্তরাজ্য ঘরছাড়া বেসামরিক নাগরিকদের উদ্ধারে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪