ঢাকা: মিশরে মুরসিপন্থি বিক্ষোভকারীদের ওপর সরকারি দমনাভিযানের প্রথম বর্ষপূর্তি সামনে রেখে বৃহস্পতিবার কায়রো সহ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী।
‘রাবা ম্যাসাকার’ নামে অভিহিত ওই গণহত্যার স্মরণে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে কমপক্ষে দুই জন নিহত হন।
গত বছরের এই দিনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীকে হটিয়ে দিতে অভিযানে নামে মিশরীয় নিরাপত্তা বাহিনী।
এ সময় নিহত হন কমপক্ষে এক হাজার বিক্ষোভকারী। তাদের অধিকাংশই মুসলিম ব্রাদারহুডের সমর্থক। অবশ্য ব্রাদারহুডের দাবি ওই দিন চার হাজার মানুষ নিহত হয়।
ওই রক্তাক্ত ঘটনার স্মরণে বৃহস্পতিবার কায়রো ও গিজার মধ্যবর্তী সড়কসহ আরও বেশ কয়েকটি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে হাজার হাজার মুরসি সমর্থক। এ সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
এদিকে মিশরের নিরাপত্তা বাহিনীর ওই দমনাভিযানকে ইতোমধ্যেই মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউমান রাইটস ওয়াচ।
এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে মিসরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তবে ওই রিপোর্টকে প্রত্যাখ্যান করেছে মিশরীয় সরকার। তাদের দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের দায়ী করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪