ঢাকা: ভারতের ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বুলেটপ্রুফ বক্স ছাড়া লাল কেল্লা ময়দানের মঞ্চে স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এ
শুক্রবার বিশ্বের অন্যতম উদীয়মান পরাশক্তি দেশটির ৬8তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ অনুষ্ঠানের আয়োজন করা হয় দিল্লির লাল কেলা ময়দানে।
ঐতিহাসিকভাবে এই অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) জন্য বরাদ্দ থাকলেও এবারই মোদীর ভাষণ শুনতে লাল কেল্লা ময়দানে আসন নেওয়ার সুযোগ পান ১০ হাজার সাধারণ মানুষ।
ভাষণের শুরুতেই নিজেকে ‘প্রধান সেবক’ উল্লেখ করে মোদী বলেন, ‘আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা যদি ১২ ঘণ্টা কাজ করেন, আমি করবো ১৩ ঘণ্টা, আপনারা যদি ১৪ ঘণ্টা কাজ করেন, আমি করবো ১৫ ঘণ্টা! কেন? কারণ আমি প্রধানমন্ত্রী নই, প্রধান সেবক। ’
তিন মাস বয়সী তার সরকার শাসন নয়, দেশ ও জনগণের সেবা করবে বলেও প্রত্যয় পুনর্ব্যক্ত করেন মোদী।
দেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ভারতকে সমৃদ্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে সে দেশে বিনিয়োগের আহ্বানও জানান বিজেপি দলীয় প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দেওয়া স্বাধীনতা দিবসের ভাষণে মোদী বলেন, ‘আসুন, নতুন ভারত বিনির্মাণ করি। বিক্রি যেখানেই করুন, এখানেই (ভারত) তৈরি করুন। (কাম, মেক ইন ইন্ডিয়া, সেল এনিহোয়ার, বাট ম্যানুফ্যাকচার হেয়ার (ইন্ডিয়া)। ’
এছাড়া, দেশজ পণ্য রফতানির মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে ভারতকে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
কন্যাসন্তানকে অবজ্ঞার চোখে না দেখতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোদী বলেন, ‘আমি চিকিত্সকদের প্রতি আহ্বান জানাবো, নিজেদের পকেট ভারী করতে গর্ভেই কোনো কন্যাকে হত্যা করবেন না। কমনওয়েলথ গেমসে ২৯ জন মেয়ে পদক জিতেছে।
এক কন্যা সন্তান পাঁচ পুত্র সন্তানের চেয়েও বেশি উল্লেখ করে মোদী বলেন, ‘আমি এমনও পরিবার দেখেছি যেখানে পাঁচ ছেলের চেয়ে এক মেয়েই মা-বাবার সেবাযত্ন করেছে বেশি, মা-বাবাকে বেশি সন্তুষ্ট রেখেছে। ’
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪