ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সার্কভুক্ত দেশগুলোতে দারিদ্র্য জয়ের স্বপ্ন মোদীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
সার্কভুক্ত দেশগুলোতে দারিদ্র্য জয়ের স্বপ্ন মোদীর

ঢাকা: সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে দারিদ্র্য দূরীকরণের স্বপ্নের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার বিশ্বের অন্যতম উদীয়মান পরাশক্তি দেশটির ৬৮তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণে তিনি এ স্বপ্নের কথা জানান।



ভাষণের শুরুতেই নিজেকে ‘প্রধান সেবক’ হিসেবে উল্লেখ করে মোদী বলেন, ‘আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা যদি ১২ ঘণ্টা কাজ করেন, আমি করবো ১৩ ঘণ্টা, আপনারা যদি ১৪ ঘণ্টা কাজ করেন, আমি করবো ১৫ ঘণ্টা! কেন? কারণ আমি প্রধানমন্ত্রী নই, প্রধান সেবক। ’

তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত (সার্ক) দেশগুলোকে (বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা) নিয়ে কাজ করে দারিদ্র্য দূরীকরণের স্বপ্নের কথা জানিয়ে বলেন, আমরা একসঙ্গে কাজ করে বিশ্বপরাশক্তি হয়ে উঠতে পারি। সার্কভুক্ত দেশগুলো দারিদ্র দূরীকরণে একসঙ্গে কাজ করতে পারে।

নিজের শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধান বা তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকার বিষয়টি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিরই ইতিবাচক লক্ষণ বলে উল্লেখ করেন মোদী।

কোনো প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো অনুষ্ঠানের বুলেটপ্রুপ মঞ্চে উপস্থিত হন ছোট হাতার কুর্তা, লাল পাগড়ি ও সাদা পাজামা পরিহিত মোদী।

ঐতিহাসিকভাবে এই অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) জন্য বরাদ্দ থাকলেও এবারই মোদীর ভাষণ শুনতে লাল কেল্লা ময়দানে আসন নেওয়ার সুযোগ পান ১০ হাজার সাধারণ মানুষ।

তিন মাস বয়সী তার সরকার শাসন নয়, দেশ ও জনগণের সেবা করবে বলে প্রত্যয় পুনর্ব্যক্ত করে মোদী দেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ভারতকে সমৃদ্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে সে দেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দেওয়া স্বাধীনতা দিবসের ভাষণে মোদী বলেন, ‘আসুন, নতুন ভারত বিনির্মাণ করি। বিক্রি যেখানেই করুন, এখানেই (ভারত) তৈরি করুন। (কাম, মেক ইন ইন্ডিয়া, সেল এনিহোয়ার, বাট ম্যানুফ্যাকচার হেয়ার (ইন্ডিয়া)। ’

এছাড়া, দেশজ পণ্য রফতানির মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে ভারতকে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

কন্যাসন্তানকে অবজ্ঞার চোখে না দেখতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোদী বলেন, ‘আমি চিকিত্সকদের প্রতি আহ্বান জানাবো, নিজেদের পকেট ভারী করতে গর্ভেই কোনো কন্যাকে হত্যা করবেন না। কমনওয়েলথ গেমসে ২৯ জন মেয়ে পদক জিতেছে।

এক কন্যা সন্তান পাঁচ পুত্র সন্তানের চেয়েও বেশি উল্লেখ করে মোদী বলেন, ‘আমি এমনও পরিবার দেখেছি যেখানে পাঁচ ছেলের চেয়ে এক মেয়েই মা-বাবার সেবাযত্ন করেছে বেশি, মা-বাবাকে বেশি সন্তুষ্ট রেখেছে। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

** প্রধানমন্ত্রী নয়, নিজেকে প্রধান সেবক বললেন মোদী
** বুলেটপ্রুফ বক্স ছাড়া মোদীর ভাষণ
** এক মেয়ে সমান পাঁচ ছেলে: মোদী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।