ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ফের ৯৭ জনকে অপহরণ বোকো হারামের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
নাইজেরিয়ায় ফের ৯৭ জনকে অপহরণ বোকো হারামের

ঢাকা: নাইজেরিয়ায় ফের ৯৭ জনকে অপহরণ করেছে বোকো হারাম নামে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা।

বৃহস্পতিবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ বরনো থেকে ৯৭ জন পুরুষ ও শিশুকে অপহরণ করে নিয়ে যায়।



বোকো হারাম সদস্যরা আক্রমণ করার পর গ্রাম থেকে পালিয়ে আসা এক নারী হালিমা আলহাজি আদামু সংবাদমাধ্যমকে জানান, রোববার বোকো হারামের লোকজন ডোরোন বাগা গ্রামে এসেই বাড়িঘর লক্ষ করে গুলি করতে থাকে।

এরপর আমাদের পুরুষদের ধরে নিয়ে যাওয়ার সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

তিনি জানান, শিশুসহ মোট ৯৭ জন পুরুষকে তারা ধরে নিয়ে গেছে।

হালিমা এ সময় বলেন, তারা আমার পরিবারের ছয় সদস্যকে গুলি করে মেরেছে।

হালিমা ছাড়াও আরো কিছু গ্রামবাসী পালিয়ে আসতে সক্ষম হয়। তারা বুধবার প্রাদেশিক রাজধানী শহর মাইডুগুরিতে আসতে সক্ষম হয়। এর আগে তাদের জঙ্গলে জঙ্গলে রাত কেটেছে।

এদের একজন ফাতিমা সুগু। তিনি তার স্বামী, দুই সন্তানসহ আরো কয়েক প্রতিবেশী বৃহস্পতিবার ভোরে পালিয়ে আসতে পেরেছেন বলে জানান তিনি।

এদিকে, নিরাপত্তা কর্মীদের একজন সংবাদমাধ্যমকে জানান, ডোরোন বাগা গ্রামে বোকো হারামের হামলার কথা তারা জানেন।

তবে তিনি জানান, হামলার কথা জানলেও কারো অপহরণের খবর তাদের কাছে নেই।

গত বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত তিন শতাধিক গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে বোকো হারাম।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।