ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেয়র নির্বাচিত হলো কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
মেয়র নির্বাচিত হলো কুকুর!

ঢাকা: যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের ছোট্ট শহর করমোরেন্টের বাসিন্দারা তাদের প্রশাসনিক প্রতিনিধি ‘মেয়র’ হিসেবে নির্বাচিত করেছেন একটি কুকুরকে। ডিউক নামে ওই কুকুরের বয়স ৭ বছর।



তবে মেয়র পদের ওই প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত প্রার্থী ছিলেন খ্যাতনামা একজন স্থানীয় রাজনীতিক। কিন্তু কুকুরটি যে সংখ্যক ভোট পেয়েছে তার অর্ধেক ভোটও পাননি প্রতিদ্বন্দ্বী রিচার্ড শেরব্রুক।

নবনির্বাচিত মেয়র ডিউক আগামী এক বছর এ পদে দায়িত্ব পালন করবে।

তবে, কী পরিমাণ বেতন নয়া ‘মেয়রকে’ দেওয়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

মেয়র হিসেবে কোনো প্রাণী নির্বাচিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের তালকিতনা শহরের মেয়র হিসেবে একটি বিড়ালকে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ০১৩৮ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।