ঢাকা: গত ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ভারতের উত্তরখণ্ডে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া অনেক বাড়িঘর ধসে পড়েছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, প্রবল বর্ষণের ফলে গঙ্গাসহ নদীর পানি বিদপসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্ষণের ফলে অনেক ব্রিজ ও রাস্তাঘাট ভেসে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী দুই তিনদিন ১৩০-১৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
বন্যা আশঙ্কায় নদীর পাশ্ববর্তী এলাকার মানুষদের নিরাপদে থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬