ঢাকা: সমুদ্রগর্ভে একটি জাহাজের ধ্বংসস্তূপ থেকে ২০০ বছরের পুরনো একটি অ্যালকোহলের বোতল উদ্ধার করেছেন গবেষকরা। তবে বিস্ময়কর হলেও সত্য, ইউরোপের বাল্টিক সাগর থেকে উদ্ধার করা এ বোতলটিতে এখনো নিরাপদে পানি পান করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বোতলটির গায়ে জার্মানির পানীয় প্রতিষ্ঠান ‘সেল্টার’ এর সিল রয়েছে। ধারণা করা হচ্ছে কিছু পরীক্ষা করার জন্য বোতলটিতে পানীয় রাখা হয়েছিলো। যার মধ্যে ১৪ শতাংশ ছিলো অ্যালকোহল।
সেল্টার জার্মানির তাউনুস পর্বতমালা এলাকার এক হাজার বছরের পুরনো একটি প্রতিষ্ঠান।
ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামের প্রত্নতত্ত্ববিদ থমাস বের্ডনার্জ-এর নেতৃত্বে একটি দল একটি জাহাজের ধ্বংসস্তূপ থেকে বোতলটি উদ্ধার করে।
থমাস বলেন, ১২ ইঞ্চি (৩০ সেমি) বোতলটি ১৮০৬-১৮৩০ সালের।
বোতলটি পোল্যান্ডের জেএস হ্যামিলটন কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আগামী মাসের মধ্যেই এটি নিয়ে গবেষণা শেষ হবে বলে জানান থমাস।
গবেষকরা জানান, পোড়ামাটির এ বোতলটিতে তেমন ভালো গন্ধ ছিলো না। তবে এটি বিষক্রিয়ার কারণও হবে না।
উদ্ধারকারীরা বোতলটির সঙ্গে সিরামিকের টুকরো, ছোট একটি বোল, কয়েকটি পাথর ও শিলার টুকরাও পেয়েছেন।
বাংলাদেশ সময: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪