ঢাকা: দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ আইএনএস কলকাতার উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত ডেস্ট্রয়ারটির কমিশনিং অনুষ্ঠানে মোদী বলেন, সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আইএনএস কোলকাতা আমাদের স্বনির্ভতার প্রতীক।
কমিশনিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অরুন জেটলি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথিবী রাজ চৌহান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ান।
মুম্বাইয়ের মাজগাও ডকে নির্মিত হয়েছে আইএনএস কোলকাতা। এর অপারেশনাল রেঞ্জ ১৫ হাজার কিলোমিটার। এ রকম আরও দু’টি যুদ্ধজাহাজ ভারতীয় নেভিতে আগামী কয়েক বছরের মধ্যেই যোগ হবে।
জাহাজটিতে সাবমেরিন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও জাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সাগর থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম ব্রাহমোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে আইএনএস কোলকাতায়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪