ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত দেশটির সবচেয়ে বড় বাঁধ মসুল ড্যামে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার চালানো এ হামলায় নিহত হয় কমপক্ষে ১৫ আইএস জঙ্গি।
ওই এলাকায় সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে আইএস জঙ্গিদের।
সম্প্রতি ইরাকের বিস্তীর্ণ উত্তরাঞ্চলীয় এলাকা সহ সিরিয়ার উল্লেখযোগ্য অংশের দখল নেয় ইসলামিক স্টেট।
পরবর্তীতে কুর্দিস্তানের রাজধানী আরবিল এবং ইরাকের রাজধানী বাগদাদ দখলে নিতে অভিযান শুরু করে জঙ্গিরা।
আইএসের এই অগ্রাভিযান ঠেকাতে জঙ্গি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪