ঢাকা: ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারী জঙ্গিদের হামলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শনিবার বিকেল জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ৩৩ কিলোমিটার দূরে পুলবামার অবন্তিপুরা বিমান ঘাঁটিতে বিএসএফ’র পাহারা পরিবর্তনের সময় গাড়ি থেকে নির্বিচারে গুলি ছুঁড়ে এ হত্যাকাণ্ড চালায় জঙ্গিরা।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সন্ত্রাসী হামলায় আক্রান্ত ১৬৫ ব্যাটালিয়নের ‘জি’ কোম্পানির অন্তর্ভুক্ত ওই স্কোয়াডটি ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটির নিরাপত্তায় দায়িত্ব পালন করছিল।
বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জঙ্গিরা সামরিক অবস্থানে থাকা বিএসএফের ওই স্কোয়াডকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়লে দুইজন নিহত ও চারজন আহত হন।
পরে অবশ্য বিএসএফ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে জঙ্গিরা পিছু হটে। তবে কারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪